নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিচয়হীন এক নারীর কাটা মাথা উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মাসদাইর বাড়ৌভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে মাথা উদ্ধার হয়। পুলিশ এখন দেহের সন্ধান করছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করছে, সাত-আট দিন আগে কে বা কারা হত্যা করে মাথা সেখানে ফেলে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ নারী দেহের মাথার অংশটি উদ্ধার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ওই নারীর দেহ ও মাথা আলাদা স্থানে ফেলে গেছে। তবে ওই নারীর দেহটি এখনো উদ্ধার করা যায়নি
উৎস: বাংলাদেশ প্রতিদিন https://www.bd-pratidin.com/last-page/2021/04/06/636016