ঢাকা (০৮ মার্চ): সিদ্ধান্ত গ্রহনে নারীর অধিকার নিশ্চিত জরুরি বলে অভিমত দিয়েছে বক্তারা। তারা বলেছেন, গত কয়েক দশকে কর্মক্ষেত্র, ব্যবসা, রাজনীতি থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত সবখানে নারীর উপস্থিতি বাড়লেও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহনে নারীরা এখনও অনেকটাই পিছিয়ে আছেন।
নারী নেতৃত্ব, নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে নারী নেতৃত্ব দেবে কিভাবে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে মানবাধিকার সংস্থা ভয়েস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সিভিক সেন্টারে আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন প্রশ্ন তোলেন।
সেমিনারে অংশ নেন সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং লেখক। এতে বক্তব্য রাখেন পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইরিন জামান, ম্যাগাজিন পূর্বাপরের সম্পাদক হাসান মাহমুদ, নারী অধিকারকর্মী মুশফিকা লাইজু, চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা এবং উন্নয়ন কর্মী আয়েশা সিদ্দীকা আশা।
অনুষ্ঠান পরিচালনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ এবং মূল বিষয়ে তথ্য উপস্থাপন করেন সাদিয়া রহমান।