গণমাধ্যমে ধর্ষণের শিকার ব্যক্তির ছবি ও পরিচয় প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থা আজ মঙ্গলবার জনস্বার্থে পিটিশনটি করে।
রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৪ ধারা কঠোরভাবে কার্যকর করতে হাইকোর্টের আদেশ চাওয়া হয়েছে। আইনের ওই ধারায় ধর্ষণ এবং যৌন হয়রানির শিকার ব্যক্তির নাম ও ছবি প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞার কথা বলে আছে।
জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন পিটিশনে তথ্যসচিব এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে এই আইনের ১৪ ধারা কার্যকর করতে তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারি করতে অনুরোধ করে।
জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আইনজীবী মাহফুজুর রহমান মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল সম্প্রতি ধর্ষণ ও হত্যার শিকার ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীসহ ভুক্তভোগীদের নাম ও ছবি প্রচার ও প্রকাশ করে আসছে।’
আগামী রবিবার এই রিট আবেদনের বিষয়ে হাইকোর্ট শুনানি করতে পারেন বলেও জানান তিনি।