রাজধানীতে পিলখানার ভেতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছ থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওই কিশোরীর নাম লাইলি বেগম (১৬)। তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে পিলখানার ভেতরে একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। এ ঘটনায় গৃহকর্ত্রী ফারজানা ইসলামের নামে মামলার প্রস্তুতি চলছে । ফারজানা ইসলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক। মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুর বিশ্বাস মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) চাঁপা সুলতানা প্রথম আলোকে বলেন, ফারজানা ইসলাম পুলিশ হেফাজতে আছেন। কিশোরীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।